কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৫৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আব্দুল কুদ্দুস যশোরের রুপদিয়া উপজেলার কোতয়ালি সদর থানার কসুয়া ইউনিয়নের বাসিন্দা। সোমবার (১৫ মে) ইসবিলিয়া ও রিহাব এলাকায় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল কুদ্দুসের ভাগিনা ফয়সাল জানান, প্রায় দেড়যুগ আগে কুয়েতে আসেন আব্দুল কুদ্দুস। তিনি একটি সুপার মার্কেটে কাজ করতেন। দেশের তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ঘটনার দিন সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানো হবে।

Advertisement