কেমডেনে দু’ঘন্টার ভেতরে ছুরিকাঘাতে দু কিশোর খুন : Two murder investigations launched in Camden

ব্রিটবাংলা ডেস্ক : নর্থ লন্ডনে মঙ্গলবার রাতে দু’ঘন্টার ভেতরে ছুরিকাঘাতে দু কিশোরের মৃত্যু হয়েছে। দুটি ঘটনাই কেমডেন কাউন্সিলের এনডাব্লিউ ফাইভের ভেতরে ঘটেছে।

মেট পুলিশ জানিয়েছে,  রাত সাড়ে ৮টার দিকে লন্ডন বারা অব কেমডেনের বার্থলোমিউ রোডে প্রথম ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এম্বুলেন্স সার্বিস তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে ছুরিকাহত কিশোরকে বাঁচাতে পারেনি। রাত আনুমানিক ৯টা ৮ মিনিটের দিকে  ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষনা করে পুলিশ এবং এম্বুলেন্স টিম। মৃত কিশোরের বয়স ২০ বছরের নীচে বলে ধারনা করছে পুলিশ।

এদিকে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ১৩ মিনিটের দিকে কেমডেনের মার্সডেন স্ট্রীট জংশনের কাছে মালডেন রোডে অপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পুলিশ এবং এম্বুলেন্স সার্ভিস প্রাথমিক চিকিৎসা দিয়েও ছুরিকাহত ২০ বছরের কিশোরকে বাঁচাতে পারেনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়না তদন্ত শেষে তাদের আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ করবে পুলিশ।  দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে হওয়ায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে একই এলাকায় রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার ভেতরে ঘটনা দুটি ঘটায় একটি সঙ্গে অন্যটির কোন সংশ্লিস্টতা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে কারো কোন তথ্য জানা থাকলে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

Two murder investigations launched in Camden

Murder investigations have been launched after two young men were fatally stabbed in Camden.

Officers were called by the London Ambulance Service at approximately 20:30hrs on Tuesday, 20 February, to reports of a teenager suffering stab injuries in Bartholomew Road, NW5.

Officers attended and immediately provided first aid prior to the arrival of London Ambulance Service. The victim, believed to be aged in his late teens, was pronounced dead at the scene at 21:08hrs.

Officers believe they know the identity of the deceased. We await formal identification and confirmation that next of kin have been informed.

At 22:13hrs that night, police were called to reports of a disturbance in Malden Road near the junction with Marsden Street, NW5.

Officers attended the location and found a man suffering serious stab injuries. They administered first aid prior to the arrival of London Ambulance Service.

The man, believed to be aged around 20 years, was pronounced dead at the scene. Enquiries are underway to confirm his identity and inform next of kin.

Post-mortem examinations will be arranged in due course.

Detectives from the Homicide and Major Crime Command have launched separate investigations.

At this early stage, there have been no arrests. Urgent enquiries are underway to establish the full circumstances and identify if there are any links between the two incidents.

Any witnesses, or anyone with information that may assist police, is urged to call officers via 101. To remain anonymous, call Crimestoppers on 0800 555 111 or visit the crimestoppers-uk.org website.

Advertisement