ক্যান্সারে আক্রান্তদের জন্য একটি কফি মর্নিং অনুষ্ঠিত

ব্রিট বাংলা ডেস্ক:চল একসাথে জীবন পরিবর্তন করা যাক। এই স্লোগানকে সামনে রেখে ক্যান্সার তহবিল সংগ্রহের জন্য একটি কফি মনিং অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ।

এজাতীয় ইভেন্টের মাধ্যমে মুলত ক্যান্সারের ভয়াবহতা এবং প্রতিকার সচেতনতা সৃষ্টির জন্য সহায়ক বা সাহায্য করবে। লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একজন স্টাফ ক্রিস্টিন লং এবং তার কয়েকজন সহকর্মী অনেক কষ্ট করে আর্থ মানবতার সেবায় নিবেদিত তাদের প্রচেষ্টায় কফি মর্নিং এর আয়োজন করা হয় ।

টাওয়ার হ্যামলেটস্ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ধন্যবাদ জানানো হয় ক্রিস্ট্রিনকে এই সুন্দর ইভেন্টটি আয়োজন করায় ।
অস্বাভাবিক কোষ একটি অনিয়ন্ত্রিত ভাবে বিভক্ত যখন ক্যান্সার হয়। কিছু ক্যান্সার অবশেষে অন্যান্য টিস্যু মধ্যে ছড়িয়ে যেতে পারে। ২০০ টির বেশি জাতের ক্যান্সার আছে।

যুক্তরাজ্যের প্রতি ২ জন ব্যক্তির মধ্যে এক জন তাদের জীবদ্দশায় ক্যান্সার আক্রান্ত হতে পারেন। জিন পরিবর্তন হলে এক কোষ বা কয়েকটি কোষ বেড়ে যায় এবং ক্যান্সার খুব বেশি বেড়ে যায়।
ক্যান্সার এর জন্য আরো সচেতনতা সৃষ্টি এবং আরো অর্থ সংগ্রহের প্রয়োজন ৷

এতে সবার সামগ্রিক সহযোগীতা ক্যান্সার আক্রান্ত মানুষের পূর্ণ জীবনযাপন করতে আরও বেশি সহায়তা করতে পারে বলে আয়োজক রা মনে করেন।

Advertisement