ক্লায়েন্ট মানি প্রোটাকশন স্কীমের অনুমোদন না নিলে ৩০ হাজার পাউন্ড জরিমানা গুণতে হবে লন্ডনের লেটিং এজেন্টগুলোকে

ব্রিটবাংলা ডেস্ক : দুর্নীতিবাজ লেটিং এজেন্টদের হাত থেকে ট্যানেন্ট এবং ল্যান্ডলর্ডের অর্থ নিরাপদ রাখতে কঠোর হচ্ছে লন্ডন স্ট্যান্ডার্ডস। লন্ডনের লেটিং এজেন্টদের সতর্ক করে স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে বলা হয়েছে, ক্লায়েন্ট মানি প্রোটাকশন স্কীমের অনুমোদন না নিয়ে ব্যবসা করলে সর্বোচ্চ ৩০ হাজার পাউন্ড জরিমানা গুণতে হবে লেটিং এজেন্টদের। দুর্নীতিবাজ লেটিং এজেন্ট বা কোনো এজেন্ট ব্যবসায় ব্যর্থ হলে তাদের কাছ থেকে ট্যানেন্ট এবং ল্যান্ডলর্ডসের অর্থ নিরাপদ করতে দ্যা ন্যাশনাল ট্রের্ডি স্ট্যান্ডার্ডস এস্টেইট এন্ড লেটিং এজেন্সি টিমের সঙ্গে সমন্বয় রেখে গ্রেটার লন্ডনের ৩২টি বারা এবং সিটি অব লন্ডনে কাজ করছে লন্ডন স্ট্যান্ডার্ডস।

দুর্নীতিবাজ এজেন্টদের কাছ থেকে ট্যানেন্ট এবং ল্যান্ডলর্ডদের অর্থ নিরাপদ রাখতে এই স্কীম চালু করা হয় ২০১৯ সালে। কিন্তু ট্রেডিং স্ট্যান্ডার্ড অফিসার জানিয়েছেন, লন্ডনে শত শত লেটিং এজেন্ট ক্লায়েন্ট মানি প্রোটাকশন স্কীমসহ অন্যান্য আইন উপেক্ষা করে ব্যবসা করছে। অন্তত ১শ এজেন্টকে এরিমধ্যে সতর্ক করে আগামী ২৮ দিনের ভেতরে ক্লায়েন্ট মানি প্রোটাকশন স্কীমের অনুমোদন নিতে তাগিদ দিয়েছে ট্রেডিং স্ট্যান্ডাডর্স। না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লন্ডন ট্রেডিং স্ট্যান্ডার্ডসের চেয়ার নিশি পাটেল জানিয়েছেন, লন্ডনে প্রতি বছর ট্যানেন্ট এবং ল্যান্ডলর্ডের বিলিয়ন বিলিয়ন পাউন্ড নাড়াছাড়া করে লেটিং এজেন্সিগুলো। যদি কোনো এজেন্সি ব্যবসায় ব্যর্থ হয় তখন ট্যানেন্ট এবং ল্যান্ডলর্ডদের অর্থের নিরাপত্তার বিষয়টি দেখার কোনো উপায় থাকে না। এ জন্যে ক্লায়েন্টস মানি প্রোটাকশন স্কীম বাস্তবায়ন জরুরী।
লন্ডন হাউসিংয়ের ডেপুটি মেয়র টম কপলি বলেছেন, লন্ডনে লেটিং এজেন্সি থেকে প্রায় তিন মিলিয়নের বেশি ট্যানেন্ট ঘর ভাড়া নিয়ে থাকেন। লেইটিং এজেন্সির প্রতি ট্যানেন্ট এবং ল্যান্ডলর্ডের বিশ্বাস যোগ্যতা বাড়াতে এই স্কীমের প্রয়োজন বলে জানান তিনি।
ক্লায়েন্ট মানি প্রোটাকশন স্কীমের অনুমোদনপত্র দেখাতে ব্যর্থ হলে সর্বোচ্চ ৩০ হাজার পাউন্ড জরিমানা আরোপ করা হবে লেইটিং এজেন্টকে। এই অনুমোদনপত্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এজেন্টগুলোর ওয়েব সাইটে প্রকাশ করতে হবে। এছাড়াও যে কোনো ধরনের বিরোধী মেটানোর জন্যে সরকার অনুমোদিত দুটি প্রতিরোধ স্কীমের যে কোনো একটির অনুমোদন নিতে হবে। অনুমোদনের সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হলে অন্তত ৫ হাজার পাউন্ড জরিমানা আরোপ করা হবে।

 

Advertisement