কয়েকটি সড়ক কাটা হয়েছে সিলেট-সুনামগঞ্জে, নামছে পানি

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি যাতে সরে যেতে পারে এ জন্য কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।রোববার (১৯ জুন) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।তাজুল ইসলাম বলেন, ‘কিছু রাস্তা কাটার প্রয়োজন পড়েছে বলে জানিয়েছেন মেয়র। এতে পানি সহজে নেমে যাচ্ছে। কোথাও প্রয়োজন হলে আরও রাস্তা কেটে ফেলা হবে।’রাজধানীতেও বন্যা সতর্কতা আছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘বন্যা হবে সেই সতর্কতা আছে। কিন্তু কী অবস্থায় যাবে বা বন্যা কতটুকু বিস্তৃত হবে, সেই পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান এখনো দেয়নি।’মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের কাছে খালের দায়িত্ব হস্তান্তর এবং অবৈধ দখলমুক্ত করার সুফল মিলছে। ঢাকার জলাবদ্ধতাও কমেছে। ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে এরই মধ্যে ২৬টি খাল হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ সিটি খালের সাড়ে ছয় একর জমি ও উত্তর সিটি ২৫ একর জায়গা দখলমুক্ত করেছে।’

Advertisement