ব্রিট বাংলা ডেস্ক :: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দলীয় কার্যালয়ের সামনে চলছে খুলনা মহানগর বিএনপির মহাসমাবেশ। সকাল থেকেই মহাসমাবেশস্থলে আসতে শুরু করা নেতাকর্মীদের পথে পথে বাধা দিচ্ছে পুলিশ এমনটা অভিযোগ করছে দলটি।
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় খুলনার শহীদ মহারাজা চত্ত্বরে এ মহাসমাবেশ করার কথা থাকলেও তার অনুমতি না পাওয়া দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করেছে দলটি। তবে সকালে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।
দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি দিলেও সকালে সমাবেশের জন্য প্রস্তুত করা মঞ্চ পুলিশ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করছেন দলটির নেতারা।
এদিকে, সমাবেশকে কেন্দ্র করে মহানগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে ঢাকা ও খুলনার আশপাশের সব জেলার নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হয়েছেন খুলনা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে।
অপর দিকে, গতকাল রাত থেকেই খুলনার সব আবাসিক হোটেল বন্ধ রাখা হয়েছে। এছাড়াও সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে।