গত বছর ইউকেতে প্রায় ৩০ হাজার সিঙ্গেল পরিবার হোমলেস হয়েছে : Almost 30,000 single parent families were made homeless last year

ব্রিটবাংলা ডেস্ক : গত বছর ইউকেতে প্রায় ৩০ হাজার সিঙ্গেল পরিবার হোমলেস হয়েছে। যা এর আগের পাঁচ বছরের তুলনায় ৮ শতাংশ বেশি বলে নতুন এক জরিপের ফলাফলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে হাউসিং চ্যারিটি সংস্থা শেল্টার জানিয়েছে, ইংল্যান্ডের হোমলেস পরিবারগুলোর মধ্যে প্রায় এক তৃতীয়াংশই রয়েছে নি:স্বঙ্গ বাবা-মায়ের পরিবার।

শেল্টারের চীফ এক্সিকিউটিভ পলি নিয়েট জানিয়েছেন, সিঙ্গেল এবং নি:স্বঙ্গ পরিবারের সদস্যরা পার্ট টাইম কাজ এবং চাইল্ডকেয়ারীং করে রেন্টসহ দৈনন্দিন জীবনের অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু প্রাইভেট রেন্ট এবং ওয়েলয়ফেয়ার কাট তাদের জীবন বিষিয়ে তুলছে।

অন্যদিকে চ্যারিটি সংস্থা জিঞ্জারব্রেডের পলিসি ডাইরেক্টর ডালিয়া বেন জালিম বলেছেন, হোমলেসনেস এবং এভেকশনের হুঁমকিতে থাকা অনেক সিঙ্গেল পরিবার চ্যারিটি এডভাইস এবং সাপোর্ট থেকেও বঞ্চিত হচ্ছে। তিনি মনে করেন, সরকারের ইউনিভার্সেল ক্রেডিট এবং বেনিফিট ক্যাপ অবশ্যই পুর্নবিবেচনা করা উচিত। না হলে শিশু সন্তান নিয়ে সিঙ্গেল পরিবারদের আরো বেশি হোমলেস হওয়ার হুমকিতে পড়বে। এসব পরিবারকে রাস্তায় রাফ স্লিপার হতে বাধ্য করবে যদি না তাদের জন্যে জরুরী ভিত্তিতে টেম্পোরারী হাউসিংয়ের ব্যবস্থা করা না হয়।
গত বৃহস্পতিবারে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, টেম্পোরারী একোমোডেশনে থাকা পরিবারের সংখ্যাও ২০১০ সালের পরে দুই তৃতীয়াংশ বেড়েছে। গত বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৭৮ হাজার ৯৩০টি সিঙ্গেল পরিবার টেম্পোরারী একোমোডেশনে ছিল। যা গত এক দশকের মধ্যে প্রায় ৬৪ শতাংশ বেশি। এমনকি তা গত বছরের চাইতেও ৪ শতাংশ বেশি। গত বছর ৭৫ হাজার ৭শ ৪০টি পরিবার টেম্পোরারী একোমোডেশনে ছিল।
এদিকে সরকারের হোমলেসনেস মিনিষ্টার হিদ্যার হুইলার বলেছেন, হোমলেসনেস এবং রাফ বা কম্বল মুড়িয়ে রাস্তায় ঘুমানো লোকের সংখ্যা কমাতে সরকার বদ্ধ পরিকর। এই লক্ষ্যে ২০২০ সালের ভেতরে সরকার প্রায় ১ দশমিক ২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে গত মাসে হোমলেসনেস কমানোর জন্যে একটি বিশেষ আইনও পাশ করেছে সরকার।

 

 

Almost 30,000 single parent families were made homeless last year

Almost 30,000 single parent families were made homeless last year, up 8% on five years ago, according to new official figures.
Housing charity Shelter said government figures also reveal that nearly three-quarters of homeless households in England are lone parent families.
Shelter said lone parents were bearing the brunt of the housing crisis, by juggling part-time work and childcare.
The government said it was investing £1.2bn in tackling homelessness.
Polly Neate, chief executive of Shelter, said: “Of the thousands of families battling with the grim reality of homelessness, the vast majority are single parents.”
Their limited incomes make it hard for them to contend with high private rents and welfare cuts, she added.

Dalia Ben-Galim, policy director at charity Gingerbread, said more and more single parents were reaching out to the charity for advice and support when facing eviction and homelessness.

She added that Universal Credit and the benefit cap must be reformed to reduce the disproportionate negative impact changes are having on single parents.
The vast majority of families with children will be housed in temporary accommodation rather than being left to sleep rough.
The statistics, published on Thursday, also show the number of households in temporary accommodation has risen by nearly two-thirds since 2010.

On 31 December last year, 78,930 households were in temporary accommodation, up 64% since the start of the decade.
The figure was also 4% higher than last year, when there were 75,740.

Homelessness minister Heather Wheeler said: “Government is serious about reducing homelessness and rough sleeping – we’re investing £1.2bn to 2020 to address the issue and next month sees the most ambitious legislation in decades to prevent homelessness come into force.

Advertisement