গর্ভধারণের কারণে নারীকে চাকরিচ্যুত হতে হয় ৩৮ দেশে: বিশ্বব্যাংক

ব্রিট বাংলা ডেস্ক :: বিশ্বের ৩৮টি দেশে গর্ভবতী নারীদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। মহামারির কারণে নারীদের দারিদ্রতা থেকে বের হওয়া কেনো কঠিন হয়ে গেছে তা নিয়ে একটি আলোচনায় এ তথ্য দিয়েছেন সংস্থাটির প্রধান ইকোনোমিস্ট কারমেন রেইনহার্ট। তিনি বলেন, করোনা মহামারির কারণে হওয়া অর্থনৈতিক ক্ষতির প্রভাব অত্যন্ত ভয়াবহ। নারীসহ যারাই আগে থেকেই ঝুঁকিতে ছিলেন তাদেরকেই বেশি আঘাত হেনেছে এই মহামারি। যেসব মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়েছিল, তারা আর ফিরে আসেনি।

বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী, মহামারির কারণে নারীর ওপর সহিংসতা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে বিশ্বের অনেক দেশেই লিঙ্গ বৈষম্য বৃদ্ধি করেছে। বিশ্বের দেশগুলোতে নারীর প্রতি বৈষম্যপূর্ণ আইন হ্রাস পেলেও অর্থনৈতিক ক্ষেত্রেও সুযোগ কমে গেছে। এই আধুনিক যুগে এসেও কিছু দেশে এখনো পুরুষ অভিবাপক ছাড়া নারীর ভ্রমণ নিষিদ্ধ।

Advertisement