ব্রিট বাংলা ডেস্ক :: গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী জোনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের মরদেহ রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, অপহরণের পর তাকে হত্যা করা হয়।
সিটি কর্পোরেশনের প্রধান হিসাব কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, আজ ভোরে দেলোয়ার হোসেনের মরদেহ রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতাল মর্গে। তিনি আরো জানান, গতকাল সকালে তিনি ঢাকার বাসা থেকে বের হন গাজীপুরে এসে অফিস করার উদ্দেশ্যে। বাসা থেকে বের হওয়ার পর একটি গাড়িতে তোলার পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দিনভর এমনকি রাতেও তার মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেননি স্বজনরা। মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অবশেষে আজ ভোরে মরদেহটি তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, অপহরণ করার পর তাকে হত্যা করা হয়। তবে কিভাবে বা কেন হত্যা করা হয়েছে তার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।