গুলশানে নাশকতার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত

ব্রিট বাংলা ডেস্ক :: রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ অক্টোবর ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী ময়েজ আহমেদ জানান, ‘বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার পুলিশ পরিদর্শক প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এই নতুন দিন ঠিক করেন।’
২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয় ঘেরাওয়ের পথে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন বাচ্চু।

Advertisement