গেটউইক এয়াপোর্টে ড্রোন : তথ্য দিলে ৬০ হাজার পাউন্ড পুরস্কার

ব্রিটবাংলা ডেস্ক : গেটউইক এয়ারপোর্টের রানওয়ের উপর উড়া ড্রোন সম্পর্ক তথ্য দিলে ৬০ হাজার পাউন্ড পুরস্কার দেবে সরকার। এদিকে গেটউইকসহ ইংল্যান্ডের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা। ট্রান্সপোর্ট সেক্রেটারী ক্রিস গ্রেইলিং এতে সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেন কেবিনেট অফিস সেক্রেটারী ডেভিড লিডিংটন, হোম সেক্রেটারী সাজিদ জাভিদসহ বেশ কয়েকজন মন্ত্রী এবং পুলিশ বিভাগের শীর্ষ বিভাগের শীর্ষ কর্মকর্তারা। গেটউইক এয়ারাপোর্টের রানওয়েতে ড্রোন উড়ার ঘটনার পর সরকারের শীর্ষ পর্যায়ের এই বৈঠক হয়।
এতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গেটউইক এয়াপোর্টের ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে গত শুক্রবার এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে পুলিশের তথ্য সঠিক ছিল না বলেও মনে করছে সরকার। তবে পাবলিক, বিমানের যাত্রী এবং পুলিশের পক্ষ থেকে করা প্রায় ৬৭ টি রিপোর্ট তদন্ত করা দেখা হচ্ছে বলে বৈঠকে জানানো হয়েছে। যদিও এ বিষয়ে তথ্য দেওয়ার জন্যে ৬০ হাজার পাউন্ড ঘোষণা করা হয়েছে।

Advertisement