ব্রিট বাংলা ডেস্ক :: গোপালগঞ্জ সদর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে দুই নারী নিহত হয়েছেন। শনিবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার মুকসুদপুর উপজেলার চামটা গ্রামের নূর মোল্লার স্ত্রী রুবিচা বেগম (৪৫) ও মহিষতলী গ্রামের সুবল বালার স্ত্রী শেফালী বালা (৫০)। বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই মো. লিয়াকত হোসেন জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন।
Advertisement