২০১৯ সালে অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নির্বাচনে একটি সার্বজনীন প্যানেল গঠনের লক্ষে আগামী ৪ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় পূর্ব লন্ডনের দারুল উম্মাহ সেন্টারে সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সংগঠনের সবাইকে উপস্থিত থাকার জন্য গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন – আনোয়ার শাহজাহান – 07957 981636, ফারুক মিয়া – 07961 128588, সিদ্দিকুর রহমান – 07944 377739, মারুফ আহমদ – 07958 707237, মিছবাহুল হক মাসুম – 07760 573577, কাওসার আহমদ জগলু – 07903 821528
@Vanue: Darul Ummah Hall, 56 Bigland Street, London E1 2NA
Advertisement