সংগঠনের অনুমতি ছাড়া নাম ও লোগো ব্যবহার না করার জন্য অনুরোধ
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেছেন, সংগঠনের নাম ও লোগো ব্যবহার করে কিছু সংখ্যক সদস্য ফেইসবুক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারণা চালিয়ে সংগঠনের সদস্য ও গোলাপগঞ্জের নাগরিকদের বিভ্রান্ত করছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাদের প্রতি অনুরোধ জানান।
৬ জুলাই মঙ্গলবার লন্ডন বাংলা প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা আরো বলেন, নির্বাচনে পরাজয়ের ভয়ে আবু তাহেরের প্যানেল নমিনেশন জমা দেয়ার কিছুক্ষণ আগেই নির্বাচন থেকে সরে দাড়ায়। পরবর্তী সময়ে বহিষ্কৃত সভাপতি তমিজুর রহমান রঞ্জু অসাংবিধানিক ভাবে নিজেকে সভাপতি করে একটি অন্তবর্তীকালীন কমিটি ঘোষণা করেন যাহা সম্পূর্ণ অবৈধ। তারা অনেক সদস্য সম্মতি না নিয়ে তথাকথিত অন্তবর্তীকালীন কমিটিতে রেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালালে তাদের কর্মকান্ডে অসন্তুষ্ট হয়ে আব্দুল হালিম মাহমুদ, আব্দুল বাছির ও জাকির হোসেন তথাকথিত অন্তবর্তীকালীন কমিটি থেকে পদত্যাগ করেন।
আগামী ১৭ আগস্ট গোলাপগঞ্জে হেল্পিং হ্যান্ডসের নাম ও লোগো ব্যবহার করে তথাকথিত অন্তবর্তীকালীন কমিটি গোলাপগঞ্জে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
দাওয়াতপত্রে তমিজুর রহমান রঞ্জুকে সভাপতি এবং আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া মারুফ আহমদকে সহ-সভাপতি, মাসুদ আহমদকে কোষাধ্যক্ষ হিসেবেও চিঠিতে উল্লেখ রয়েছে। আমরা তাদের এই অসত্য পদবি ব্যবহার করার জন্য নিন্দা জানাচ্ছি।
আমরা তমিজুর রহমান রঞ্জু, আবু তাহের, মাসুদ আহমদ, মারুফ আহমদ এবং মিছবাহুল হককে মিথ্যা পদবি এবং সংগঠনের নাম ব্যবহার করে চাঁদা সংগ্রহ না করার জন্য নোটিস পাঠিয়েছি। তারা এ ধরনের কার্যক্রম থেকে বিরত না থাকলে প্রয়োজনে তাদের সাধারণ সদস্যপদ বাতিল করা হবে।
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক শাব্বির আহমেদ সাহেদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হেল্পিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সহ-সভাপতি সহ সভাপতি আফসারুল ইসলাম, সোহেল আহমেদ বদরুল এবং মোঃ নুরুল ইসলাম, এসিসটেন্ট সেক্রেটারি মুহিবুল হক, শিক্ষা সম্পাদক জাকির হোসেন, সদস্য বিষয়ক সম্পাদক মুনিম ইমাম , ক্রীড়া সম্পাদক শাহীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ, ইসি মেম্বার আলী হোসেন, সদস্য মিকাইল চৌধুরী, জামিল আহমদ, সাবেক কোষাধ্যক্ষ সেলিম আহমদ, সদস্য তারেক ছানু, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া এবং ট্রেজারার বদরুল আলম বাবুল প্রবীণ মুরব্বী আঙ্গুর মিয়া, সৈয়দ তারেক আহমেদ প্রমুখ।