গোয়াইনঘাটে সেচ প্রকল্পের পাম্প অচল

গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামে বিএডিসির সেচ প্রকল্পের পাম্প অচল থাকায় প্রায় ৩শ’ একর জমির বোরো চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পানি না থাকায় জমি তৈরি ও হালি চারা এনেও ধান রোপণ করতে পারছেন না কৃষকরা। এতে প্রায় ২শ’ কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।সরেজমিন দেখা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর উদ্যোগে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামের মাঠে একটি মোটর পাম্প স্থাপন করা হয়। এতে ২০১৮ সাল থেকে বহর ও মিত্রিমহল গ্রামের প্রায় ২শতাধিক কৃষক ১ হাজার বিঘা জমিতে প্রতি বছর বোরো চাষ করে আসছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছর এসব কৃষকরা হালিচারা তৈরি এবং প্রায় এক হাজার বিঘা জমি ট্রাক্টর দিয়ে চাষ করেন। কিন্তু সেচ মেশিনের পাম্প অচল হওয়ায় চাষ করা জমিতে হালিচারা রোপণ করা যাচ্ছে না। এতে দুই গ্রামের কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
বহর ও মিত্রিমহল গ্রামের কৃষক শমছির, সেলিম, হবি সমছু মিয়া জানান, গেল বছর ভয়াবহ বন্যায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। এবার বোরো চাষ করতে না পারলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হবে। তাই সেচ মেশিনের মোটর পাম্প তাড়াতাড়ি চালু করার জন্য তারা দাবি জানান। বহর বিএডিসি সেচ সমিতির ম্যানেজার সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, অচল মেশিন সচলের দাবিতে আমরা সংশ্লিষ্ট দপ্তরে একাধিক বার যোগাযোগ করলেও কার্যত কোন সমাধান পাইনি। তিনি দ্রুত সেচ প্রকল্পের মোটর পাম্প সচলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, বিষয়টি জানা আছে এবং অচল মেশিন সচল করার জন্য বিএডিসি’র সাথে যোগাযোগ অব্যাহত আছে। বিএডিসি’র সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, ইতোমধ্যে আমরা পাম্পগুলো দুইবার মেরামত করেছি। আবারও পাম্পগুলো খুলে মেরামত করে দ্রুত সচল করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

Advertisement