ব্রিটবাংলা ডেস্ক : গ্রেনফেল টাওয়ারের আগুনের ঘটনা তদন্তের ব্যয় বাবদ হোম অফিসের কাছে ৩৮ মিলিয়ন পাউন্ড বরাদ্দ চেয়েছে মেট পুলিশ। এর মধ্যে ২০১৭-১৮ অর্থ বছরের জন্যে মেট পুলিশ ১১ দশমিক ১ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছে। যা দিয়ে ওভার টাইমসহ অন্যান্য প্রাসঙ্গিক ব্যয় মেটানো হবে। আর নতুন বছরের এপ্রিল থেকে আগামী এক বছরে গ্রেনফেল টাওয়ারের তদন্ত বাবদ সমস্ত ব্যয় ধরা হয়েছে ২৭ মিলিয়ন পাউন্ড। এই তদন্তে প্রায় দু’শ পুলিশ অফিসার এবং স্টাফ জড়িত বলে মেট পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য গত বছরের ১৪ জুন প্রথম প্রহরে কেনসিংটন এন্ড চেলসি বারার ২৪ তলা বিশিষ্ট গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডে ৭১ জন মানুষ মারা যান বলে নিশিত করেছে পুলিশ। আগুনে ১২৯টি ফ্ল্যাট সম্পুর্ণ পুড়ে যায়।
এই আগুন লাগার কারণ, আগুন লাগার আগে ও পরে লোকাল অথোরিটির ভুমিকা এবং ভবনের অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ নানান বিষয়ে তদন্ত করছে পুলিশ। এই তদন্তের সঙ্গে ৩৮৩টি কোম্পানী জড়িত আছে। এছাড়াও তদন্তের জন্যে ৩১ মিলিয়ন ডকুমেন্টস, ১১৪৪ জন স্বাক্ষিসহ আড়াই হাজার শারিরীক ক্ষতের প্রমান সংগ্রহ করেছে পুলিশ।
আগামী শরতে তদন্তের অন্তবর্তীকালিন একটি রিপোর্ট প্রকাশের আশা করছে পুলিশ।
এদিকে গত বছর সন্ত্রাস মোকাবেলার ব্যয়বাবদ অতিরিক্ত আরো ৭ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড অনুদানের জন্যে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে মেট পুলিশ।
সন্ত্রাস মোকােবলায় পুলিশের বাজেট নিয়ে গত বছর ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী থেরিজা মে। গত বছর ২২শে মার্চ ম্যানচেস্টার এরিনায় হামলার তদন্তের জন্য ১২ মিলিয়ন পাউন্ড আর্থিক বরাদ্দ দিয়েছিল সরকার। গ্রেটার ম্যাঞ্চেস্টার মেয়র এন্ডিবার্নহ্যাম অবশ্য এর সমালোচনা করে বলেছিলেন, এরিনা হামলার তদন্তের জন্যে অন্তত ২৮ মিলিয়ন পাউন্ডের প্রয়োজন হতে পারে। তবে মেয়রের এই সমালোচনার পরপরই গত নভেম্বরে ম্যানচেস্টার হামলা তদন্তের সব ধরনের ব্যয়ভারের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এদিকে লন্ডনে মেট পুলিশের কাট নিয়েও ব্যাপক সমালোচনার মধ্যে রয়েছে সরকার। পুলিশ এবং ক্রাইম বিভাগের ডেপুটি মেয়র সফি লিনডেন জানিয়েছেন, সরকারের অনবরত বাজেট কাটের ফলে লন্ডনে পুলিশ অফিসারের সংখ্যাও অনেক কমেছে। বর্তমানে লন্ডনে মেট পুলিশের প্রায় ৩০ হাজার ৩ শ অফিসার রয়েছে।
The Metropolitan Police has asked the Home Office to pay £38m for its Grenfell Tower fire investigation.
The London force has submitted an £11.1m claim to cover overtime and extra costs in 2017-18.
It will also request £27m to fund the entire costs of the investigation, which involves 200 officers and staff, for the 12 months from April 2018.
Finance director Lynda McMullan said: “We don’t think it’s reasonable for us to pick up all the costs.”
Seventy-one people were killed in the west London tower block fire in June.
Last month, a public inquiry into the Grenfell Tower fire , headed by Sir Martin Moore-Bick, heard that the Met was investigating offences including manslaughter, corporate manslaughter, misconduct in public office and breaches of fire safety regulations in relation to the fire.
The force has gathered 31 million documents and 2,500 physical exhibits. Some 1,144 witnesses have given statements and 383 companies are part of the investigation.
The inquiry plans to deliver an interim report into the fire’s causes and the emergency response by next autumn.
Terror attacks
The Met has also requested extra government funding of £7.8m to help pay for policing following last year’s terror attacks.
At a meeting of the London Assembly, Sophie Linden, deputy mayor for policing and crime, said police officer numbers in London were set to fall “significantly below” 30,000 despite the funding settlement announced by ministers before Christmas and an increase in the policing precept.
There are currently 30,300 officers in the Met.
In November, Prime Minister Theresa May said the government would fully fund the costs of dealing with the Manchester Arena attack .
Her promise came after the initial government offer of £12m was criticised by Greater Manchester mayor Andy Burnham, who estimated that the cost would be £28m.