গ্রেনফেল টাওয়ারের ক্ষতিগ্রস্তদের হোম অফিসের বিশেষ সুযোগ

ব্রিটবাংলা রিপোর্ট : গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত যাদের ইমিগ্রেশন সমস্যা আছে তাদের জন্যে বিশেষ সুবিধা দিয়েছে হোম অফিস। যাদের ইমিগ্রেশনের সমস্যা আছে অথচ সরাসরি গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আগামী ১২ মাস কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ইউকেতে বসবাসের সুযোগ পাবেন। এই সময়ের ভেতরে তাদেরকে ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে ভাবতে হবে না। হোম অফিসে গিয়ে কোনো ধরনের রিপোর্টও দিতে হবে না। বুধবার পার্লামেন্টে হোম অফিস মিনিস্টার ব্র্যান্ডন লুইস এই ঘোষণা দেন। যদিও শেডো হোম সেক্রেটারী ডায়ান এবোট দাবী করেছেন, গ্রেণফেল টাওয়ারের অগ্নিকান্ডে সরাসরি ক্ষতিগ্রস্ত কারো ইমিগ্রেশন সমস্যা থাকলে তাদেরকে ইউকেতে স্থায়ীভাবে বসবাসের সুয্গো দেওয়ার।
এদিকে কেনসিংটন এবং চেলসি কাউন্সিলকে সহযোগিতা করার জন্য বিশেষ একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে সরকার। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই টিম গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্যে হাউসিংসহ প্রধান প্রধান সার্ভিসগুলো দেখাশুনা করবে। অন্যদিকে হাউসিং মিনিস্টার জানিয়েছেন, গ্রেনফেল টাওয়ারে ক্ষতিগ্রস্ত ১৫৮টি পরিবারের মধ্যে মাত্র ১৪টি পরিবার সরকারের অস্থায়ী বসবাসের প্রস্তাব গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, অতিমাত্রায় ভাড়াসহ বিভিন্ন কারণে তারা লোকাল কাউন্সিলকে বিশ্বাস করতে পারছেন না। যদিও সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল ৩ সপ্তাহের ভেতরে ক্ষতিগ্রস্তদের পুনবার্সনের ব্যবস্থা করা হবে।

Advertisement