ঘরে বন্দী ব্রিটেন ও ভবিষ্যৎ

ইমরান আহমেদ  চৌধুরী ॥ নিস্তব্দ প্রায় মহাসড়ককোলাহল মুক্ত শহর, বন্দর, নগরী আজ প্রায় দুই মাস হতে চললোপুরা ব্রিটেনবাসিরা ভাইরাস সংক্রামণের কারনে ঘরের চার দেওয়ালের মাঝে বন্দিপ্রায় কেমন জানি স্থবির চারিদিক, গাড়ী বিহীন রাস্তা, খদ্দের বিহীন দোকান, ট্রেন শূন্য রেল লাইন, বিমান বিহীন বন্দর, জাহাজ বিহীন পোর্ট , কর্মচারীচাকরিজীবী  শূন্য বিশাল অফিস অট্টালিকা,  একবিংশ শতাব্দীর এই রূপ আজকের বিশ্বায়নের স্বর্ণযুগে এক অবিশ্বাস্য এবং এক বিরল অকল্পনীয় দৃশ্য।  

ডাক্তার খানায় সচারাচর নিত্ত নৈমত্তিক রোগের চিকিৎসা বন্ধ প্রায়পৃথিবীর অন্যতম আধুনিক স্বাস্থ্য ব্যবস্থায় অফিস, আদালত, কোর্ট, কাচারী সব বন্ধ  – কবে খুলবে কেউ জানেনা ৭০ থেকে ৭৫ শতাংশ চাকরিজীবী ঘরে বসেই সবাই তাদের কোম্পানি বা কর্পোরেশন বা সরকারী, বেসরকারী, আধা সরকারী কিংবা চ্যারিটির কার্যালয়ের কর্ম সম্পাদন করে ফেলতে পারছে অনায়াসে। এক সপ্তাহের ব্যবস্থাপনা নির্দেশনার মাধ্যমে কি আশ্চর্য একটা ব্যাপার, বিশ্বাস করা তো দূরের কথা ভাবতেই আকাশচুম্বী লাগত কিছুদিন পূর্বেও সবাই মোটামোটি খাপ খাইয়ে নিয়েছে প্রয়োজন এর তাগিদে এটাই মনে হয় মানুষের উৎকর্ষতা তাদের অভিযোজনপ্রবনতা । তাইতো এক আমেরিকান বিজ্ঞানী কার্ল এডওয়ার্ড সেগান বলেছিল, মানুষের অভিযোজন যোগ্যতার জন্য একটি নির্দিষ্ট প্রতিভা রয়েছেঅন্তত স্বল্পমেয়াদে তাইতো সবাই নিজেই তাদের বাড়ীতে ল্যাপটপ, পিসি, ডেস্কটপ, ট্যাবলেট, ক্যামেরা, ওয়াই-ফাই, ভি, পি, এন সংজোযন করে ফেলেছে রাতারাতি চালিয়ে যাচ্ছে কার্যালয়ের কর্মকাণ্ড  – সম্পাদন করছে সকল না হলেও অফিসের  ৮৫% দায়িত্ব নিজের ঘরে বসে !  সকলকে অবলোকন করছে দূর থেকে বসে বিগ ব্রাদার আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, মিনিটের পর মিনিটের কর্মকাণ্ডের রিপোর্ট অফিসের লাইন ম্যানেজার মনিটর করছে তার নিজের বাড়ীর চিলে কোঠায় বসে, যেন সে, চিলে কোঠার এক অতন্দ্র প্রহরী , কোন কাজ ফাঁকি দিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাঞ্চ খাবার নাই ফুরসৎ, কারণ কম্পিউটার /রোবট সব বলে দিবে উপরস্থ কর্মকর্তাকে। যান্ত্রিকভাবেই লাল বাতি জ্বলে উঠে ঘোষণা দিবে অনুপস্থিতি

তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ব্রিটেনে কি  এর পরে এত মহিলাপুরুষ প্রত্যহ ঘর ছেড়ে, প্রত্যুষতে উঠে দৌড়ে, হেঁটে, সাইকেলে, গাড়ী চালিয়ে, ট্রেন, বাসে পয়সা ব্যয় করে অফিসে যাওয়ার প্রয়োজনিয়তা আছে সবার? নাকি সপ্তাহে একে জনের একেক দিন করে অফিসে হাজিরা দিলেই চলবে আর বাকি চার দিন ঘরে বসেই কাজ করলেই চলবে? এটাই কি হবে নব্য নরমাল ?

ইমরান আহমেদ চৌধুরী

নর্থহ্যাম্পটন, ইউ কে

Advertisement