চট্টগ্রামে জুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রাম নগরের স্টেশন রোডের নুপুর সুপার মার্কেটের ছয় তলায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় সেখানে আগুন লাগে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

Advertisement