চলে গেলেন ‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাত

ব্রিট বাংলা ডেস্ক :: চলে গেলেন বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় মাসিক পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফুসফুসে সংক্রমণজনিত রোগের কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবুল হাসনাত।

সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি গল্প ও কবিতাও রচনা করেছেন আবুল হাসনাত। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন।

আবুল হাসনাতের মরদেহ দুপর ১টা থেকে ২টা পর্যন্ত বেঙ্গল শিল্পালয়ে রাখা হবে। সোয়া ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ছায়ানটে রাখা হবে। চারটায় ধানমন্ডি ৭ নম্বর রোডে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর দাফন করা হবে বুদ্ধিজীবী গোরস্তানে।।

Advertisement