চাঁদাবাজি মামলায় পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদক গ্রেপ্তার

ব্রিট বাংলা ডেস্ক :: জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফ রব্বানী ইস্তি ও সম্পাদক মোসাঈদ আল-আমিন সাদ কে গ্রেপ্তার করেছে পুলিশ (ডিবি)।

থানা সূত্রে জানা যায়, ২০১৪ সালের গণপূর্ত বিভাগের দায়ের করা সরকারি কাজে বাঁধা প্রদান ও চাঁদাবাজি মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাদের আটক করে পাঁচবিবি থানায় হস্তান্তর করে। বৃহস্পতিবার তাদের জেলা হাজতে চালান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর রহমান।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও থানা পুলিশ তাদেরকে আটক করেনি। এ অবস্থায় গত রাতে ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Advertisement