ব্রিটবাংলা ডেস্ক : কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ সংক্ষেপে সিএফওবির বার্ষিক ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। রাতে সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেল সম্পন্ন হয় এই অনুষ্ঠান। এতে টোরি পার্টির একাধিক মিনিষ্টার, পার্টির শীর্ষ পর্যায়েরের বেশ কয়েকজ নেতাসহ ৯জন এমপি উপস্থিত ছিলেন। ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ও বিএনপির ইউকে নেতাসহ বিশিষ্টজন। অনুষ্ঠানে বরাবরের মতো সারাদেশে থেকে সংগঠনের সদস্যরা সমবতেন হন।
হাউস অব কমন্সের লিডার ও টোরি এমপি এন্ড্রিয়া লিসডমের কাছ থেকে এওয়ার্ড নিচ্ছেন কমিউনিটির জনপ্রিয় মুখ মুকিম আহমদ
অনুষ্ঠানে সংগঠনের নানা কার্যক্রমে এবং পার্টির পক্ষে বিশেষ ভুমিকার জন্য সম্মাননা দেয়া বিভিন্ন রিজিয়নের নেতাকে। সম্মাননা জানানো হয় ইউকে ও ইউরোপসহ বিশ্বের প্রবাসী বাংলাদেশীর জনপ্রিয় কণ্ঠস্বর চ্যানেল এসকে। প্রজেক্ট শাপলা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিশেষ সহযোগিতার জন্য চ্যানেল এসকে এই সম্মানান দেয়া হয়। এ সময় রোহিঙ্গাদের নিয়ে চ্যানেল এসের চীফ রিপোর্টার মোহাম্মদ জুবায়েরের বানানো বিশেষ ডক্যুামেন্টারী প্রদর্শন করা হয়। টোরির এমপি বব ব্ল্যাকম্যান ও সিএফওবি’র ভাইস প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই’র কাছ থেকে এওয়ার্ড গ্রহণ করেন চ্যানেল এসের হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান ও চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের।
এওয়ার্ড গ্রহণ করে এক প্রতিক্রিয়ায় ফারহান মাসুদ খান বলেন, বাংলাদেশের বাইরে ইউকে ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের কথা তুলে ধরার চেষ্টা করছে চ্যানেল এস। বিশেষ করে ইউকের বাঙালী কমিউনিটির প্রধান এবং অন্যতম মূখপাত্রের ভুমিকা পালন করছে চ্যানেল এস। কমিউনিটির মানুষের পক্ষে কথা বলার স্বীকৃতিই হল এই এওয়ার্ড।
অনুষ্ঠানে সিএফওবি প্রেসিডেন্ট এন ম্যাইন এমপি, চেয়ারম্যান মেহফুজ আহমদ ও ভাইস চেয়ার আবদুস হামিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।