চ্যানেল এসের ফিড ফাইভ থাউজেন্ডের অর্থ পেল গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে

চ্যানেল এস-ফিড ফাইভ থাউজেন্ডের চলমান কর্মসূচীর অংশ হিসেবে ইউকের ১৬টি সংগঠন এবং প্রতিনিধির কাছে ২৫ হাজার পাউন্ডের চেক হস্তান্তর করা হয়েছে। চ্যানেল এসের প্রতিষ্ঠাতা এবং ফিড ফাইভ থাউজেন্ডের ক্যাম্পেইনের প্রধান মাহি জলিল এই অর্থের চেক তুলে দিয়ে বলেন, কোভিড ক্রাইসেস মহুর্তে জরুরী প্রয়োজনে কমিউনিটির এই দান যথা নিয়মে বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফুটাতে ভুমিকা রাখবেন। চ্যানেল এসের চীফ রিপোর্টার ও ফিড ফাইভ থাউজেন্ডের কোঅর্ডিনেটর মুহাম্মদ জুবায়েরের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস চ্যারিটির সিনিয়র প্রোডিউসার হাসান হাফিজুর রহমান, আরো বক্তব্য রাখেন গোপালগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউ কের প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম , বর্তমান সভাপতি বেলাল হোসেন সহ অনেকে।

পরে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সভাপতি বেলাল হোসেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম ও কার্যকরী সদস্য আলী হোসেন চ্যানেল এসে প্রতিষ্ঠাতা মাহী জলিলের কাছ থেকে দুই হাজার পাউন্ডের চেক গ্রহন করেন। এই অর্থ গোলাপগঞ্জের হত দরিদ্রদের মাঝে বিতরণ করবে । এখানে উল্লেখ্য যে গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইতিমধ্যে ১৪০০ পরিবারের মধ্যে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও জরুরী ঔষধ বিতরণ জন্য সংগঠনের ওয়াটস এ্যাপ গ্রুপ থেকে সদস্যদের কাছে থেকে ১৫০০০ পাউন্ড সংগ্রহ করে। এই সংগঠন গোলাপগঞ্জ উপজেলার আর্থ মানবেতার সেবায় গড়ে উঠা সবচেয়ে বড় সংগঠন। গোলাপগঞ্জ উপজেলার যে কোন দুর্যোগে এই সংগঠন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসে। গত জানুয়ারিতে ৮৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। সংগঠনটির প্রধান কাজ হচ্ছে অসহায় মানুষের জন্য স্থায়ী বাসস্থানের জন্য পাঁকা ঘর তৈরী করা এর মধ্যে ১২ টি নির্মাণ করে দেওয়া হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।

Advertisement