জগন্নাথপুরে আরডিএফ মেটারনিটি কেয়ার ক্লিনিকের যাত্রা শুরু

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) গ্লোভাল এর উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলির চানপুর গ্রামে প্রতিষ্ঠিত ম্যাটারনিটি কেয়ার সেন্টারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর প্রতিষ্ঠানের দ্বারোদঘাটনের মধ্য দিয়ে শুরু হয় এর চিকিৎসা সেবা কার্যক্রম।
এনজিও ব্যুরোর পরিচালক, যুগ্মসচিব গোকল কৃষ্ণ ঘোষ ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম সহ অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে নবনির্মিত আরডিএফ ক্লিনিকের বিশাল স্থাপনার দ্বারোদঘাটন করেন এর স্বপ্নদ্রষ্টা, আরডিএফ চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ চৌধুরী। পরে তার পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে ক্লিনিক চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এনজিও ব্যুরোর পরিচালক, যুগ্মসচিব গোকল কৃষ্ণ ঘোষ অতিথির বক্তব্যে বলেন, মানবতার সেবায় আরডিএফ ম্যাটারনিটি কেয়ার হসপিটাল এক যুগান্তকারী উদ্যোগ । সুদূর প্রবাসে থেকে এ ধরনের সেবামূলক পদক্ষেপ গ্রহণ সম্পূর্ণ নিজেদের অর্থে এর বাস্তবায়ন সত্যিই প্রশংসার দাবিদার।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুহিবুর হমান মুহিব, বিশিষ্ট ইসলামিক স্কোলার মুফতি আবদুল মুনতাকিম, লন্ডনের একটি লোকাল গভর্নমেন্ট অথরিটিতে কমিউনিটি এডভাইজার হিসেবে কর্মরত সাংবাদিক মাহবুব রহমান, যুক্তরাজ্যস্থ আল খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ, টিভি প্রেজেন্টার হাফিজ হোসাইন আহমেদ বিশ্বনাথী, পাটলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক এবং পাটলি হাই স্কুলের প্রধান শিক্ষক নাজির আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে আরডিএফ এর পক্ষে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি কর্মকর্তা যুবায়ের আহমেদ চৌধুরী স্বাগত বক্তব্য এবং অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল জুনায়েদ আহমেদ চৌধুরী।

আরডিএফ ট্রাষ্টি সৈয়দ নাঈম আহমেদ ও জোহের আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরডিএফ গ্লোবাল এর ট্রাস্টি আবু তাহের চৌধুরী, ফুজেল আহমেদ চৌধুরী, নাজমুল ইসলাম সাহান ও তালহা চৌধুরী।

আরডিএফ এর সেক্রেটারী জেনারেল এবং ব্রিটেনের প্রাচিনতম সাপ্তাহিকী জনমত এর নির্বাহী প্রধান জুনায়েদ চৌধুরী তার বক্তব্যে বলেন, আমরা সুদূর প্রবাসে বসবাস করলেও দেশ-মাতৃকার সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত করতে চাই। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। তাই এখানকার অার্ত মানবতার সেবায় অংশগ্রহণ করে আত্মিক শান্তি অনুভব করি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর আলীয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ আবদুন নূর, ইউকে কমিউনিটি নেতা সাজিদ আলী মেনন, মাওলানা আবদুল মোক্তাদির খান, মাওলানা সৈয়দ মাসরুর কাসেমি, আলহাজ্ব খসরুজ্জামান চৌধুরী, আবদুল মতিন চৌধুরী, বজলুল হক চৌধুরী, রফিকুল হক চৌধুরী, ইসমাইল চৌধুরী, রাসেল চৌধুরী, ইমরান চৌধুরী, জহির চৌধুরী প্রমুখ।

Advertisement