আহাদ চৌধুরী বাবু :আজ আমার জন্মদিন তিনএপ্রিল বয়সটা বাড়ছে হায়াতটা কমছে ! একজন সাধারণ মানুষ হিসেবে জীবনের ডাইরিতে অসাধারণ কিছু নেই ঠিকই তবে আছে গর্ব করার মতন আত্ম সন্তষ্টি।
সোজা সরল পথে চলছি শুরু থেকে বড় কিছু হওয়ার তেমন ভাবনা ছিলনা তবে ছিলো একজন মানবিক মানুষ যদি হতে পারতাম অথবা যোগ্য পিতা বা সন্তান l
উদারনের মাত্ৰা নয় তবে একজন অন্তর খোলা মানুষ হাসীখুশী মানুষ নরম মানুষ ।
আজ এই সময়ে বাবাও মায়ের কথা মনে পড়ছে যদিও তারা পরপারে ! তাদের জন্য ধরণীতে এসেছি ।
আজ এমনই এক দুর্লভ সময় জন্মও মৃত্যু দুটোকে ঘিরে সমস্ত ধরণী প্রহর কাটছে আমি বেঁচে আছি এটিই মুখ্য এবং সন্তষ্টির কৃতজ্ঞতা মাবুদের নিকট ।
আমার জন্মদিনে মহান হয়েছে আল্লাহর উসিলা এবং প্রিয়জন যারা আমার জন্য গ্রিফট দিয়েছেন এবং ইষ্ট এণ্ড চ্যারেটি সহ যাদের ভালোবাসার প্রকাশ প্রায় দুইশত পরিবারের একহাজার মানুষের দুঃখ দিনের সত্তদা কিনেছি ! আমার জীবনের পরম পাওয়া ! সাজু আফজাল মারুফ মাহফুজ রুবেলদের শ্রমে পেয়েছে আলো ! আমি ৠণী নিজেদের দুঃসময়ে দুস্তদের ঘরে বিলিয়ে দিয়েছেন চাঁদের হাসী ! সহযাত্রী রেবেকা সহ সবার জন্য শুভ কামনা ।
আজ কঠিন সময় হারানোর সময় বেদনার ও শঙ্কার দিনরাত্রী চারি দিকে বিষাদময় ! স্বজনরা অসুস্থ হচ্ছেন, দিনরাত সমান চারিদিকে পরপারে চলে যাওয়ার সংবাদে এক ভয়ের নগরী ।
হিসাবের তালিকাটা অনেক লম্বা হচ্ছে ক্রমান্বয়ে মানুষ গুলো নিঃশ্বাস নিচ্ছে কঠিনভাবে কার কোন সময় ডাক আসবে এই ভয়ে অস্থির সময় কে আলিঙ্গন করে দিন ও রাত্রীর পালাবদল ।
অজানা এক যমের তাড়ায় মানুষ আজ ঘরে বন্দি l এই অকাল মৃত্যুর স্বাধ কেহ নিতে চায়না যে মৃত্যুর লাশ দেখতে যাওয়া ছুঁয়ে দেওয়া বারন ! জানাযা হবে তাও ইচ্ছে করলেও সব যাওয়া যাবেনা ! আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও স্বজনদের সাথে থেকে ও কাছে ভিড়া যাবেনা !।
কঠিন এক সমিকরণ ! ইয়ানফ্সী ইয়া নফ্সী।
কেউ কারো নয় পরকাল নয় এই কালেই দেখা হলেও কাছে যাওয়া যায়না ! দূরত্ব ও ব্যাকেট বন্দি ! হারামী সময় আসমান জ্মিনের স্রষ্টা এ বিশ্বলয়ের মানব জাতির কর্মে আহত হয়ে ফিরিয়ে নিতে হয়েছে রহমতের ছায়া ।
এ যেন এক গ্রহনের কাল ! একেক রাত্রী শেষে ভোরের নতুন সূর্য দেখা যেনো আরেকটি দিন বেঁচে যাওয়া ! ভালোবাসার চাঁদ মুখ গুলো প্রথম ভোরের আলোতে যেনো স্বস্তি দেয় তারপর আবারও বিশ্ব বিষাদের শ্বাস ফেলে জানান দেয় আমরা কষ্টে ভিষণ কষ্টে ।
সষ্ট্রা তোমার দয়া চাই তোমার নষ্ট বান্দারা আজ অসহায় দিশেহারা গতিহীন বন্দি অথচ পশুও পাখিরা মুক্ত বাতায়নে ! তুমি ক্ষমাশীল দয়াময় আশরাফুল মাখলুকাত সূষ্টির সেরা জীব মানুষ গুলোর উপর রহম করো ।
আবারও চাই মওলা স্বাধীনতা যা তোমার দ্বারা নিয়ন্ত্রিত ! আশা সোনালী ভোরে মুয়াজ্জিনের কন্ঠে সেই সুরেলা আহ্বান আসসালাতু খাইরুম মিনান নাউম।
অথবা শুক্রবার জুমার নামাজের জন্য আবারও প্রস্তুতি শুরু হবে ! তুমি বলবে যাও মাফ করে দিলাম হে অবুঝের দল ! আমার জন্ম দিনে মিনতি ছায়া চাই।
আশ্রয় চাই তুমি নিরাশ করনা
করুনা চাই করোনা চাইনা মাবুদ ।