জামাল খানের কৃতজ্ঞতা প্রকাশ

যুক্তরাজ্য যুবলীগের জয়েন্ট সেক্রেটারি কমিউনিটির পরিচিত মুখ জামাল খান এক বিবৃতিতে ,মারাত্বক রোড এক্সিডেন্টে স্বিকার হয়ে শারিরীক ভাবে কোন বড় ধরনের ক্ষতি না হওয়াতে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। বিবৃতিতে ,কমিউনিটির সর্বস্থরের মানুষের ভালোবাসা এবং দোয়া ও যোগাযোগ কৃতজ্ঞতার সহিত স্বরন করে সকলের প্রতি ঋণি বলে উল্লেখ করেন৷

পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটের কাছাকাছি বিপরিত দিক দিয়ে আগত কর্তব্যরত পুলিশের গাড়ীর সাথে সংঘৰ্ঘে জামাল খানের গাড়ীটি মারাত্বক খতিগ্রস্থ হয়৷

Advertisement