ব্রিট বাংলা ডেস্ক :: সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী বুধবার জামিন পেলেন বোম্বে হাইকোর্ট থেকে। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো তাকে গ্রেপ্তার করেছিল গত ৮ই সেপ্টেম্বর। আজ আদালতে এনসিবি রিয়ার জামিনের আবেদনের বিরোধিতা করেনি। জামিন পাচ্ছে রিয়ার ভাই সৌভিকও। দুজনের বিরুদ্ধে অভিযোগ, মৃত সুশান্তকে ড্রাগ সরবরাহের। রিয়া বলিউডের ড্রাগ চক্রের সঙ্গে জড়িত বলেও অভিযোগ উঠেছে। রিয়ার জামিনের সঙ্গে সঙ্গে সুশান্তের মৃত্যু রহস্য মামলা নতুন মোড় নিল বলে অনুমান বিশেষজ্ঞদের। এইমস এর চিকিৎসক ডাঃ সুধীর গুপ্ত সুশান্তের মৃত্যুর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই বলে রিপোর্ট দেয়ার পর তদন্তগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু সিবিআই জানিয়েছে, তারা সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিচ্ছে। এখনই তারা ক্লিন চিট দিতে রাজি নয়। এদিকে, সুশান্তের পরিবার হাল ছাড়ছে না। তারা সিবিআই এর কাছে নতুন আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে।।
জামিন পেলেন রিয়া চক্রবর্তী, সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় নতুন মোড়
Advertisement