জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হলেন এম এ সালাম

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি এম এ সালাম  বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র  যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের প্রেক্ষিতে জাসাস সভাপতি ডঃ মামুন আহমদ ও সাধারণ সম্পাদক হেলাল খান এর মতামতের ভিত্তিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস জাতীয় নির্বাহী কমিটি এর সংশোধনীতে এমএ সালাম কে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।
এদিকে জাসাস কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি এম এ সালাম এক বিবৃতিতে তাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওয়াজা চাষের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
Advertisement