ব্রিটবাংলা ডেস্ক : নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টের ব্লুমফিল্ড কলেজিয়েট গ্রামার স্কুল থেকে এবার জিসিএসই’তে ১১টি বিষয়ে পরীক্ষা দিয়ে বাংলাসহ ৯টি বিষয়ে এ স্টার এবং ২টি বিষয়ে এ’ অর্জন করেছে নাদিয়া শহিদ।
বাবা-মায়ের কনিষ্ঠ মেয়ে নাদিয়া ভবিষ্যতে মেডিসিন বিষয়ে পড়ালেখা করতে আগ্রহী। নাদিয়ার বাবা আব্দুল শহীদ এবং মা কামরুন নাহার লুতফা তাদের মেয়ের ভবিষ্যত সাফল্যের জন্যে সবার দোয়া কামনা করেছেন।
নাদিয়ার কোন প্রাইভেট শিক্ষক ছিল না। তার এ সাফল্যের পেছনে সবচেয়ে বেশি তার মায়ের অবদান। বিষেশ করে বাংলাতে। নাদিয়া তিন বোনের মধ্যে ছোট। তার বড় বোনও এবার এ লেভেল ভালো ফলাফল করেছে। মায়েক প্রচেস্টায় তারা খুব ভালো বাংলা বলতে পারে।
উল্লেখ্য নাদিয়া শহিদ সাংবাদিক গোলাম মোস্তাফা ফারুকের ভাগ্নি হন।
Advertisement