জীবনসঙ্গী হিশামকে নিয়ে ওমানে তমা মির্জা

সম্প্রতি মধ্য প্রাচ্যের দেশ ওমানে গিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। সেখানের দুটি ভেন্যুতে দুটি শোতে অংশ নিবেন তিনি। এবার তার সফরসঙ্গী হয়েছেন তার জীবনসঙ্গী কানাডা প্রবাসী হিশাম চিশতী। তমা মির্জা মুঠোফোনে বলেন, হিশাম কয়েকদিন আগে কানাডা থেকে ঢাকায় এসেছে। তাই তাকে নিয়ে শোতে অংশ নেবার পাশাপাশি ওমানের বেশ কিছু সুন্দর জায়গায় ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছি। ওমান বেশ গুছানো ছিমছাম সুন্দর একটি দেশ। আমার বেশ ভালোলাগছে। হিশামও এখানের আবহাওয়া, খাবার, জায়গাসহ সবকিছু বেশ ইনজয় করছে।

আজ স্থানীয় সময় রাত ৮টায় মাসকটের রুয়িতে আল ফালাজ হোটেলের গ্র্যান্ড হলে এবং আগামীকাল সূর ম্পোর্টস ক্লাবের দুটি অনুষ্ঠানে অংশ নিব আমি। উল্লেখ্য, হিশাম চিশতী একজন ব্যবসায়ী। তিনি কানাডায় থাকেন। সেখানে ব্যবসার পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত আছেন তিনি। চলতি বছর হিশাম চিশতীর জীবনসঙ্গী হয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় মুখ তমা মির্জা। এ পর্যন্ত বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তমা। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। নির্মাতা শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ ছবিতে অভিনয়ের জন্যই এ সম্মান পান তিনি। বর্তমানে সিনেমা, শোসহ বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তমা মির্জা।

Advertisement