লন্ডনে অনুষ্ঠিত হলো, কবি, সাংবাদিক জুয়েল রাজের প্রকাশিত গ্রন্থ, দূরের দূরবীন, ভুল চিঠির ডাকবাক্স, ও বিশুদ্ধ হাহাকার গ্রন্থ তিনটির আবৃত্তি, পাঠ ও আড্ডা।
গ্রন্থগুলো নিয়ে আলোচনা করেন কবি শামীম আজাদ, কবি ময়নূর রহমান বাবুল, সাংবাদিক সাঈম চৌধুরী ও ব্রিটেন সফররত লেখক, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী মুনিরা পারভীন।
জুয়েল রাজের কবিতা আবৃত্তি করেন লন্ডনের আবৃত্তি শিল্পী মহুয়া চৌধুরী, সমোভা বিশ্বাস, সাবরিনা খান এনি, জিয়াউর রহমান সাকলাইন, শতরুপা চৌধুরী, অনুষ্ঠানে জুয়েল রাজের লেখা ও সুর করা গান পরিবেশন করেন কবি পত্নী জ্যোতি দেব টুম্পা।
আলোচনায় বক্তারা বলেন, জুয়েল রাজ সাংবাদিক এবং কলাম লেখক হিসাবেই সর্বজন পরিচিত। কিন্তু নীরবে নিভৃতে তাঁর কাব্যচর্চা করে যাচ্ছেন। সেটা অনেকেরই জানা ছিলনা।
আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিন্ন এক জুয়েল রাজ কে আমরা জানতে পারলাম। ব্যাতিক্রমী এই আয়োজনে যোগ দিয়েছিলেন, বিলেতের কবি সাহিত্যিক সাংবাদিক সহ অনেকে।