ব্রিট বাংলা ডেস্ক :: কানাডার টরন্টোতে আইন উদ্দীন বকুল (৪০) নামে এক বাংলাদেশি যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়।
সিবিসি নিউজের বরাতে জানা গেছে, ২৫ ডিসেম্বর রাত সোয়া ২টার দিকে হাইওয়ে ৪০১’ এর ব্রিগটন সংলগ্ন সড়কে দুর্ঘটনার খবর পায় পুলিশ। পরে বিধ্বস্ত গাড়ি থেকে চালকসহ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তবে চালক আইন উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। কীভাব এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
তার মৃত্যুতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো কানাডা শাখার পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
Advertisement