টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪টি, হার ১৭টি। চারটি জয়ের দু’টি ঘরের মাঠে এবং অন্য দু’টি নিরপেক্ষ ভেন্যুতে। এবারের সফরের আগে মোট তিনবার দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে বাংলাদেশ। তিনটি সিরিজে ৮টি ম্যাচের সবগুলোতে হারে টাইগাররা। তাই দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের জয়ের কোন রেকর্ড নেই। সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ। সুপার লিগের টেবিলে ১৫ ম্যাচে ১০ জয়, ৫ হারে ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। আর ১০ ম্যাচে ৩ জয়, ৫ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের কারনে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : তেম্বা বাভুমা (অধিনায়ক), জনেমান মালান, আইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, কাইল ভেরেইনে (উইকেটরক্ষক), আন্ডিলে ফেলুকুয়াও, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

Advertisement