টাওয়ার হ্যামলেটসে অন্য বাসায় বেড়ানো নিষেধ

মো: রেজাউল করিম মৃধা ॥ করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এখন সবচেয়ে বেশী। একারনে এখন কঠোরতা আরোপ করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় লন্ডনের প্রথম কাউন্সিল হিসেবে টাওয়ার হ্যামলেটসে (হাউজহোল্ড মিক্সিং) পরিবারের বাইরের কারো সাথে দেখা স্বাক্ষাত নিষিদ্ধ করা হয়েছে। ফলে আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশিদের কেউ একে অন্যের ঘরে যাওয়া কিংবা পার্টি নিষিদ্ধ করা হয়েছে। এর আগেই প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে ঘরে কিংবা বাইরে ৬ জনের বেশি মেলা মেশা নিষিদ্ধ করেছিলেন।

লন্ডনের মধ্যে টাওয়ার হ্যামলেটস বারায় করোনার সংক্রমন গত সপ্তাহ থেকে বৃদ্ধি পেতে থাকায় বারার নির্বাহী মেয়র জন বিগস এক বিবৃতিতে হাউজহোল্ড মিক্সিং নিষিদ্ধ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, একান্ত জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন একে অন্যের সাথে দেখা স্বাক্ষাৎ না করেন। করোনার সংক্রমন বন্ধ করতে সকলের দায়িত্ব রয়েছে। তিনি বারার বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন।

টাওয়ার হ্যামলেটস এখন লন্ডনের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকায়। গত ৭ দিনে ১৪৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আর বর্তমানে প্রতি ১ লাখে ৪৪ জন আক্রান্ত। এর আগে ছিলো ৩৮.৫ জন।

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় সর্বাধিক সংখ্যক ১২৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটি ব্রিটেনে যে কোন সময়ে এক দিনে সর্বাধিক সংখ্যক আক্রান্তের রেকর্ড। এই ভাবে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে দেশের পরিস্থিতি হবে আরো ভয়াবহ।

সবার সতর্কতাই হচ্ছে এই মহামারি থেকে বেঁচে থাকার উপায়।নিজে সুস্থ্য থাকুন অপরকে সুস্থ্য রাখতে দূরত্ব বজায় রাখুন।

Advertisement