টাওয়ার হ্যামলেটসে দু তরুন এসিড দ্বগ্ধ : Acid attack in Tower Hamlets

ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসের পপলারে এসিড হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টা ২৪ মিনিটের দিকে পপলার হাইস্ট্রীট থেকে ১৭ এবং ২০ বছরের দু যুবককে এসিড দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদেরকে ইস্ট লন্ডনের একটি হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ২০ বয়সী যুবকের চোখে কিছুটা আঘাত পেলেও ১৭ বয়সী যুবক গুরুতর আহত হননি।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এসিড হামলার পরপরই লাল রংয়ের গাড়িতে করে ১৯ থেকে ২৫ বছরের এক শ্বেতাঙ্গ যুবক কটন স্ট্রিটের দিকে পালিয়েছে। টাওয়ার হ্যামলেটস পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Acid attack in Tower Hamlets

Two young men were taken to hospital after a thug hurled a “noxious substance” at them in a busy east London high street.

Police were called to Poplar High Street at 10.24pm on Monday, where they found two victims – males aged 17 and 20 – having been sprayed with the liquid, feared to be acid.

The two young men were taken to an east London hospital, where the 20-year-old was treated for minor injuries to his eyes, police said. The 17-year-old did not suffer any serious injuries.

Witnesses told officers they saw the suspect, described as a white man with short blonde hair and aged about 19 to 25, fleeing the scene in a red car in the direction of Cotton Street.

Officers from Tower Hamlets have since launched an investigation.

No arrests have been made.

Advertisement