টাওয়ার হ্যামলেটস এলাকার মসজিদ গুলোর কি কোন দায় নেই !

আহাদ চৌধুরী বাবু:পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর ছোট বড় প্রায় ৮০টি মসজিদ বা ইসলামী কালচারাল সেন্টার রয়েছে এর মধ্যে ইউরোপের বৃহত্তর মসজিদ ইষ্ট লন্ডন মসজিদও ব্রিকলেইন জামে মসজিদ এই অঞ্চলের অন্যতম প্রতিষ্টান হিসেবে সামাজিক দায়িত্ব পালন করছে l

বর্তমান করোনা পরিস্হিতি এবং লক ডাউনের কারনে মসজিদ গুলোও বন্ধ রয়েছে কিন্তু দুঃখের বিষয় সামাজিক দায় নিয়ে বড় দুটো মসজিদ কাজ করলেও বাকীদের কোন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছেনা, এমনকি কয়েকদিন পর রমদানে ঐক্যবদ্ধ ভাবে কর্মসূচী বা এই সময়ের করুণীয় কোন কিছু এখন পর্যন্ত শুনা যায়নি l

রমদানে ইফতার কাৰ্য ক্ৰমে ইষ্ট লন্ডন মসজিদও ব্রিক লেইন শতশত মানুষ দের ইফতার ও অন্যান্য সেবা প্রদান করে থাকে l

এতে বেশীর ভাগ মানুষ যাদের কাগজ পত্রহীন ভাবে আছেন তাদের সুবিধা হয়।

বর্তমান মসজিদগুলো প্রবীণদের জন্য এবং যারা একা আছেন তাদের এবং অসহায় মানুষদের জন্য কিছু করার প্রচেষ্টা নেওয়া উচিত ছিলো যাহা এই ক্লান্তি কালে তারা ব্যর্থ।

এবং মসজিদ শুধু নামাজের জন্য নয় এবং সামাজিক উদাহরণ এর মাত্রা হয়ে মূলধারায় আলোকিত হতে পারতো ।

বৰ্তমানে করোনা পরিস্থিতি এবং লক ডাউনের সময়সীমা বৄদ্ধি পাওয়াতে রামদানে তাদের কার্যক্রম এবং মসজিদ গুলোর সংগঠন মস্ক কাউন্সিলের আগামী রামদানে কি ধরনের প্রদক্ষেপ নেওয়া যায় তার সিদ্ধান্ত গ্রহন জরুরী l

ছবি: জি আর সোহেল  

Advertisement