ব্যাপক ব্যবধান টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারার রেফারেন্ডামে ইয়েস মেয়র জয়লাভ করেছে।৪৫ হাজার ৭৮ ভোটের ব্যবধান নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রেফারেন্ডামে শেষ হাসি হাসলেন সাবেক মেয়র লুৎফুর রহমান। তার সমর্থিত ইয়েস মেয়র ক্যাম্পেইন পেয়েছে ৬৩ হাজার ২৯ ভোট। এদিকে ইয়েস মেয়রের অপর পক্ষে ছিলো লিডিং টুগেদার যারা মূলত নো মেয়রের ক্যাম্পেইন করেছিলেন তারা পেয়েছেন ১৭ হাজার ৯৫১ ভোট।এদিকে নিউহ্যামে ৪৪ হাজার ভোট পেয়ে ইয়েস মেয়র জয়যুক্ত হয়েছে। নো মেয়রের পক্ষে ভোট দিয়েছেন ৩৮ হাজার।৬ মে টাওয়ার হ্যামলেটস বারার রেফারেল্ডারেমে প্রধান প্রধান দল গুলো লিডার শীপ ব্যবস্থায় ফিরে যাওয়ার পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করে লিডিং টু্গেদার গঠন করে ক্যাম্পিং পরিচালনা করে। অন্যদিকে সাবেক মেয়র লুৎফুর রহমান ইয়েস ফর মেয়র নিয়ে কমিউনিটিতে তার আমলের কাজগুলো তুলে ধরে এই ব্যবস্থার সফলতা তুলে ধরেন। আজ শনিবার লন্ডনের এক্সেল সেন্টারে অনুষ্ঠিত ভোট গণনা শেষে মেয়র পদ্ধতি বহাল রাখার পক্ষে বারার জনগণ আবারো রায় দেয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদ্ধতির পক্ষে ভোট পড়েছে ৬৩ হাজার ২৯ ট এবং লিডার শীপ পদ্ধতির পক্ষে ১৭ হাজার ৯৫১ ভোট।এর মাধ্যমে আগামী দশ বৎসর এই সিস্ট্রেমে টাওয়ার হ্যামলেট ও নিউহাম কাউন্সিল পরিচালিত হবে।
টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যামে রেফারেন্ডাম ভোটে ইয়েস মেয়র জয়লাভ
Advertisement