টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বিয়ানীবাজারের মেয়র সংবর্ধিত

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার সাবিনা আক্তার বলেছেন, তার নির্বাচনের সময় থেকে এ পর্যন্ত লন্ডনে বসবাসরত বিয়ানীবাজারের মানুষ তাকে সব ধরণের সহযোগিতা করে যাচ্ছেন এ জন্য তিনি বিয়ানীবাজারবাসীর কাছে ঋণী।

স্পীকার বলেন, তিনি দেশে গেলেই বিয়ানীবাজার যাবেন এবং বিয়ানীবাজারের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন।

বুধবার বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুরের সম্মানে মালবারী প্যালেসে স্পীকারের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস এর স্পীকার সাবিনা আক্তার।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর। তিনি তার বক্তব্যে বলেন, বিয়ানীবাজার পৌর শহরকে প্রবাসীদের বসবাসের উপযোগি করে গড়ে তুলতে তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। মেয়র বলেন, দেশের সীমিত সম্পদের দিকে নজর দিয়ে তিনি সাধ্যানুযায়ী কাজ করছেন। তিনি বিয়ানীবাজার পৌরসভাকে মডেল পৌরসভা গঠন করতে ইতোমধ্যে তার নেতৃত্বে বাস্তবায়ধীন বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। মেয়র বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে ও পরামর্শে তিনি বিয়ানীবাজার পৌরসভার উন্নয়নে হাত দিয়েছেন। জনগণকে দেওয়া ওয়াদা পুরণে তিনি সর্বাত্মক ভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্টানে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর টাওয়ার হেমলেটস এর স্পীকার সাবিনা আক্তারকে বিয়ানীবাজার পৌরসভা পরিদর্শনের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস এর সাবেক স্পীকার খালিস উদ্দিন, সাবেক কাউন্সিলর ও বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট এর কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট এর কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক এম. মাসুদ আহমদ, সাবেক সভাপতি আব্দুল মতলিব, হাফিজ নাজিম উদ্দিন, চ্যানেল এস এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম.হাসানুল হক উজ্জ্বল, পৌর উন্নয়ন সংস্থার আহবায়ক সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আকবর হোসেন রবিন, ছাত্র নেতা কামরুল হোসেন মুন্নাসহ আরো অনেকে।


পরে টাউন হলে স্পীকার সাবিনা আক্তার বিয়ানীবাজার পৌরসভার আব্দুস শুকুরকে সম্মাননা ক্রেস্ট ও চ্যানেল এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম. হাসানুল হক উজ্জ্বল ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মতলিবকে শুভেচ্ছা সম্মাননা প্রদান করেন।

Contact us:07506295233
Advertisement