টাওয়ার হ্যামলেটস স্পীকারের আমন্ত্রণে টাউন হল পরিদর্শন করলেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার

টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আয়াস মিয়ার আমন্ত্রণে কাউন্সিল অফিসে মতবিনিময় করলেন সম্প্রতি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম।
এ উপলক্ষ্যে ৩১ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় মালব্যারি প্লেসের স্পীকার পার্লারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্পীকার আয়াস মিয়ার সভাপতিত্বে ও কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নুর (ওবিই) পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটের মেয়র জন বিগস, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন্নবী চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরিফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী নঈম উদ্দিন রিয়াজ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, কাউন্সিলার পিটার গোল্ড কাউন্সিলার আহবাব হোসেন, ওয়ানবাংলানিউজ ডটকমের বার্তা সম্পাদক এম আব্বাছ উজ জামান, স্পীকারের কনসার্ট আবুল হোসেন, কাউন্সিলার সাদ চৌধুরী, কাউন্সিলার ইভ ম্যাককুলাম, কমিউনিটি নেতা জামাল খাঁন, যুবলীগ নেতা সেলিম খাঁন, মানবাধিকার কর্মী আহাদ চৌধুরী, স্নিগ্ধা, মিসবাহ শাহাদাত, শাহ শামীম আহমদ, গোলাম মস্তফা সহ আরো কমিউনিটি নেতৃবৃন্দ।

Advertisement