টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার কয়রাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ওসি চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত পিকআপ ভ্যানের চালক সোহেল মিয়া (৩০) টাঙ্গাইল সদর উপজেলার টাকুরিয়ার আব্দুর রাজ্জাকের ছেলে। অপরজন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের মফিজ মিয়ার ছেলে সুজন (২৬)। তিনি ব্যবসায়ী।ওসি চান মিয়া বলেন, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ইটবোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ধনবাড়ীর কয়াপাড়া নামকস্থানে পৌঁছলে ধনবাড়ীগামী একটি পিকআপ ভ্যানের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক ও ব্যবসায়ীর মৃত্যু হয়। এসময় ট্রাকের চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি।

Advertisement