ব্রিট বাংলা ডেস্ক :: লোকে টিভিতে যা দেখেন, লিওনেল মেসি তার চেয়েও বড় মাপের ফুটবলার বলে মনে করেন লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন ! তার মতে, মেসির গতি মারাত্মক। স্কিলও অবিশ্বাস্য!
চ্যাম্পিয়ন্স লিগে গতবার মেসির জোড়া গোলে বার্সেলোনার কাছে প্রথম লেগে ০-৩ হারের কথা ভুলতে পারেননি লিভারপুল অধিনায়ক। ওই জোড়া গোলের মধ্য দিয়ে বার্সায় ৬০০ গোল করার রেকর্ড গড়ে মেসি। সেই ম্যাচের স্মৃতিচারণ করেছেন লিভারপুল অধিনায়ক। বলেন, ‘ওই ম্যাচেই প্রথম মেসির বিরুদ্ধে খেলি। সামনাসামনি কখনই মনে হবে না বিশাল কাউকে দেখছি। কিন্তু খেলা শুরু হলেই বোঝা যায় যে ও একেবারে অন্য রকমভাবে ফুটবলটা খেলে। টিভিতে আমরা যেমন দেখি, মোটেও সে রকম নয়। তার চেয়েও বেশি কিছু। তা ছাড়া কী মারাত্মক গতি!’
তিনি আরো বলেন, ‘ওই ফ্রি-কিকটার কথা ভাবলে এখনও বিশ্বাস হয় না যে শটটা থেকে গোল হয়েছিল।’