জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৩১ মে) দুপুরে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।দাদি শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এটি তাদের পারিবারিক কর্মসূচিঢাকা থেকে হেলিকপ্টারে করে মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে তাঁরা টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বেলা সাড়ে ১২টার দিকে পুষ্পমাল্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দেন। তার সফরকে ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া ছাড়ার কথা রয়েছে।
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
Advertisement