ব্রিটবাংলা ডেস্ক : কনজারভেটিভ পার্টির ভেতরে ইসলাম বিদ্বেষী সমস্যা নেই বলে দাবী করেছেন হোম সেক্রেটারী সাজিদ জাভিদ। দলের ভেতরে ইসলাম বিদ্বেষী ঘটনা আছে এবং এসব ঘটনা তদন্ত করার জন্যে ব্যারোনেস ওয়ার্সি এবং মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের পক্ষ থেকে আহ্বান জানানোর পর এই মন্তব্য করলেন হোম সেক্রেটারী।
এমসিবি আসলে কি বলেছিন, তা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন…
এর প্রমাণ হিসেবে হোম সেক্রেটারী হিসেবে নিজেই নিজের উদাহরণ দেন সাজিদ জাভিদ। তিনি বলেন, মাই নেইম সাজিদ জাভিদ। আই এম দ্যা হোম সেক্রেটারী। তবে মুসলিম পরিবারের সন্তান হলেও তিনি নিজে প্র্যাক্টিসিং মুসলিম নন। তার পার্টি এন্টি মুসলিম মনোভাব আছে বলে মনে করেন না তিনি।
টোরি পার্টির ভেতরে মুসলিম এবং ইসলাম বিরোধী মনোভাব আছে বলে ব্যারোনেস ওয়ার্সির মন্তব্যের জবাবে হোম সেক্রেটারী এসব কথা বলেন। টোরির সাবেক কেবিনেট মিনিষ্টার ব্যারোনেস ওয়ার্সির সঙ্গে একমত হতে রাজি নয় হোম সেক্রেটারী। এছাড়া গত সপ্তাহে একটি চিঠির মাধ্যমে টোরি পার্টির ভেতরে ইসলামি ফোবিয়া তদন্তের আহ্বান জানিয়েছিল মুসলিম কাউন্সিল অব বৃটেন। এর জবাবও দেন হোম সেক্রেটারী। তিনি আরো বলেন, টোরির ভেতরে ইসলাম বা মুসলিম বিদ্বেষ নেই বলেই, আজকে তিনি ‘সাজিদ জাভিদ’ ব্রিটিশ হোম সেক্রেটারী।
বিবিসির এন্ড্রো মার শোতে হোম সেক্রেটারী বলেন, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন ইউকের মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব করে না। এমন কোনো মুসলিম দলকে খুঁজে পাওয়া যাবে না যারা মনে করে এমসিবি তাদের প্রতিনিধিত্ব করে। সুতরাং এমসিবির কথায় টোরি পাত্তা দেবে না বলে মন্তব্য করেন তিনি।
তবে ইউকেতে ইসলাম বিদ্ধেষ আছে বলেও স্বীকার করেন হোম সেক্রেটারী। তিনি বলেন, ইউকেতে এন্টি সেমিটিজমের মতো ইসলাম বিদ্বেষী ঘটনাও ঘটছে।
তবে এসব বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে তার সরকার লড়াই করে যাচ্ছে এবং এতে কেউ সহযোগিতা করতে চাইলে তাদের কথাও শুনবেন বলে জানান হোম সেক্রেটারী। রোববার এন্ড্রিমার শোতে বসে এসব কথা বলেন হোম সেক্রেটারী সাজিদ জাভিদ।
এদিকে হোম সেক্রেটারীর এসব মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারী হারুন খান। তিনি বলেন, এমসিবির উত্থাপিত সমস্যাগুলোকে গুরুত্ব না দিয়ে বরং যারা সমস্যাগুলো উত্থাপন করেছে তাদের লক্ষ্য করে গুলি করেছেন তিনি। হারুন খান আরো বলেন, প্রতি সপ্তাহে একটি করে ইসলাম বিদ্বেষের ঘটনা ঘটেছে টোরি পার্টির ভেতরে এবং এসব কারণে বরখাস্তের ঘটনাও আছে। দলের দুজন লর্ড সদস্যসহ পার্টির ভেতরে অনেকেই এসব অভিযোগ উত্থাপন করেছেন। এমসিবি সেক্রেটারী বলেন, এসব অভিযোগের তদন্ত না করে উল্টো এমসিবিকে আক্রমণ করার মানে হলো, অত্যন্ত স্পর্শকাতর এসব ইস্যু ঘাটাঘাটি করতে টোরি পার্টি আগ্রহী নয়।
Sajid Javid denies the Conservative Party has an Islamophobia problem
Sajid Javid has denied the Conservative Party has an Islamophobia problem, presenting his appointment as Home Secretary as evidence to the contrary.
Mr Javid, who is not a practising Muslim, but comes from a Muslim family, said he did not recognise claims of anti-Muslim sentiment in his party.
It comes after former Tory Party chair Baroness Warsi said: “There is a simmering anti-Muslim underbelly of islamophobia within the party.”
Speaking on the BBC’s Andrew Marr show, Mr Javid said: “I’ve got a lot of time for Baroness Warsi, but I’m afraid I do not agree with that.
“For a start, let’s look at who the Home Secretary is in this country. As you described me, my name is Sajid Javid. I am the Home Secretary in this country.”
And the Home Secretary took aim at the Muslim Council of Britain, who last week wrote to Party Chair Brandon Lewis calling for an investigation into anti-Muslim discrimination in the party.
He said: “The Muslim Council of Britain does not represent Muslims in this country. You find me a group of Muslims who think they are represented by the MCB.
“Secondly I would be very suspicious of anything they’ve got to say, not least because under the last Labour government, in a policy continued by us, we don’t deal with the MCB, and we don’t deal with them because too many of their members have had favourable comments on extremists and thats not acceptable.”