ঢাকা-১০ আসনে বিএনপি’র প্রার্থীর প্রচারণা শুরু

ব্রিট বাংলা ডেস্ক :: আসন্ন ঢাকা-১০ আসনে উপ নির্বাচনে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি।

রোববার বিকাল সাড়ে তিনটায় নির্বাচনী এলাকা ধানমণ্ডি ১৫ নম্বর নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করেন। নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রথম দিনের মত নির্বাচনী প্রচারনা শুরু করেন রবি।

এতে অংশ নেন, ধানমণ্ডি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৈকতসহ যুবদল, শ্রমিক দল, ছাত্রদলের নেতাকর্মীরা।

Advertisement