বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের ঘুর্ণিতে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৭৭ দশমিক ২ ওভারে ২১৪ রানে অলআউট সফরকারী আয়ারল্যান্ড। ৫৮ রানে ৫ উইকেট নেন তাইজুল।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দুই ওপেনারজেমস ম্যাককলাম ও হারি কমিনসকে শরিফুল ইসলাম ও এবাদত হোসেন শিকার করার পর ২২তম ওভারে প্রথম উইকেট পান তাইজুল। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নিকে ১৬ রানে থামান তিনি।এরপর কার্টিস ক্যাম্ফারকে ৩৪ ও পিটার মুরকে ১ রানে আউট হন তাইজুল। পরের দিকে লরকান টাকারকে ৩৭ ও মার্ক অ্যাডায়ারকে ৩২ রানে শিকার করে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল। ৪১ টেস্টের ক্যারিয়ারে ১১তমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নিলেন তাইজুল।এ ছাড়া মেহেদি হাসান মিরাজ-এবাদত হোসেন ২টি করে এবং শরিফুল ইসলামর ১ উইকেটে নিলে ২১৪ রানে শেষ হয় আয়ারল্যান্ড ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন হ্যারি টেক্টর।
তাইজুলের বোলিং তোপে ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড
Advertisement