২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের ভেতরে ব্রিটিশ হোম অফিস ৩২২ জন অভিবাসীকে ২৩টি চার্টার ফ্লাইটে স্বদেশে ফেরত পাঠিয়েছে। এতে হোম অফিসের ব্যয় হয়েছে ৪ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড। একেকটি চার্টার ফ্লাইটে সর্বোচ্চ যাত্রী ছিলেন ১০ জন। জন প্রতি খরচ হয়েছে ১৩ হাজার ৩শ ৫৪ পাউন্ড। তা গড় ফ্লাইটে যে ব্যয় হয় তার চাইতে শত ভাগ বেশি। এমনকি ২০১৯ সালের একই সময়ের চাইতে ১১ দশমিক ৫ শতাংশ বেশি। অর্থাৎ ২০১৯ সালে জনপ্রতি ব্যয় ছিল ১১ হাজার ৯শ ৭৫ পাউন্ড। ফ্রিডম অব ইনফরমেশন আইনের অধিনে বেসরকারী সংস্থা নো-ডিপোর্টেশন্সের আবেদনের প্রেক্ষিতে এই তথ্য প্রকাশ করেছে হোম অফিস।
Advertisement