তিলোত্তমা সিলেটের জন্য নৌকাকে জয়ী করুন: নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী ইশতেহারে সিলেটবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটেছে। এই ইশতেহার বাস্তবায়ন হলে সিলেট হবে সত্যিকার অর্থেই একটি স্মার্ট ও তিলোত্তমা নগরী।নানক বলেন, ‘‘গত ১০ বছরে পর্যাপ্ত সরকারি বরাদ্দ দেওয়া হলেও সিলেটবাসীকে এখনো বৃষ্টির পানিতে হাবুডুবু খেতে হচ্ছে। ড্রেনেজ ও স্যানিটেশন সিস্টেমের কাংখিত উন্নয়ন হলে এই অবস্থা হতোনা। আওয়ামী লীগ উন্নয়নের সরকার।খুলনা ও বরিশালের মতো সিলেটবাসীও নৌকার জয় নিশ্চিত করে তিলোত্তমা নগরী গড়ার পক্ষে রায় দিবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

আজ রোববার (১৮ জুন) সিলেট মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় নানক বলেন, ‘‘আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো একজন সৎ নির্ভিক ও যোগ্য মানুষকে প্রধানমন্ত্রী সিলেটবাসীর জন্য আশীর্বাদ হিসাবে পাঠিয়েছেন বলে আমি মনে করি।প্রধানমন্ত্রীর স্নেহের এই প্রার্থীকে নির্বাচিত করে সিলেটবাসীর প্রতি উন্নয়নের পথে বহুদূর অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি।সভায় বক্তব্যে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জেবুন্নেছা হক বলেন, ‘‘আপনাদের সেবা করতে প্রধানমন্ত্রী আমাদের আনোয়ারুজ্জামকে মনোনয়ন দিয়ে এখানে পাঠিয়েছেন। ইনশাল্লাহ নৌকায় ভোট দিলে আপনাদের কাংখিত উন্নয়ন হবে।আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।আহমেদ হান্নন ও এমদাদ রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদব এসএম জাকির হোসাইন, লেখক ভট্টাচার্যসহ নেতৃবৃন্দ।সভায় ১৬ নম্বর ওয়ার্ডের সকল কাউন্সিলার প্রার্থীরা আনোয়ারুজ্জামন চৌধুরীকে সমর্থন জানান।

Advertisement