তুর্কি উপকুলে নৌকা ডুবে নিহত ১১ শরনার্থী

ব্রিট বাংলা ডেস্ক :: তুরস্কের পশ্চিমাঞ্চলীয় উপকুলবর্তী এলাকায় শরনার্থীবাহী একটি বোট ডুবে নিহত হয়েছেন ১১ জন। নিহতদের মধ্যে আট জনই শিশু। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলুর বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে জানানো হয়, ডুবে যাওয়ার পর অন্তত আট জনকে উদ্ধার করা হয়েছে। ২০১৫ সালের পর থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে তুরস্ক। শরনার্থীদের একটি বড় অংশ তাই এ দেশে প্রবেশ করতে চায়। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র ও যুদ্ধ এড়াতে অনেকেই বেছে নিচ্ছেন ইউরোপে যাওয়ার পথ। তবে এ জন্য তাদেরকে ঝুঁকিতে ফেলতে হচ্ছে নিজের সর্বস্ব ও জীবন।

Advertisement