ব্রিট বাংলা ডেস্ক :: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি দুই ভাইয়ের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণ বাঁচিয়েছেন দুই ভাই। শনিবার দেশটির জোহানেসবার্গ শহরের ব্রিক্সটনে এ ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম নিউজটোয়েন্টিফোর জানায়, শনিবার ভোরে শহরের হাই স্টিটের নাহিদ স্টোর নামক দোকান থেকে চিৎকার শুনতে পায় স্থানীয়রা।
দোকান মালিক নাহিদ জোনানেসবার্গ পুলিশ জানান, দোকানের ভেতরে ঘুমিয়েছিলেন তিনি। হঠাৎ ঘুম ভাঙলে টের পান তরল জাতীয় কিছু তাঁর গায়ে পড়েছে। এরপরই দাউ দাউ আগুন দেখে দৌড়ে বের হয়ে যান তিনি। অন্য দরজা দিয়ে বের হন, তার ভাই।
আগুনে পুরো দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পরই ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ভবনটির উপরের তলার বাসিন্দাদেরও বের করে আনা হয়।
এ ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। দোকান মালিক নাহিদ জানিয়েছেন, নগদ অর্থ ছাড়াও বাংলাদেশি টাকায় প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।