ব্রিটবাংলা ডেস্ক : চ্যানেল এসের রামাদান ফ্যামিলি কমিটমেন্ট সংক্ষেপে আরএফসির এম্বেসেডর হিসেবে কমিউনিটির পরিচিত মুখ দবিরুল ইসলাম চৌধুরীর ক্যাম্পেইনে ব্যাপক সাড়া পড়েছে। এরিমধ্যে অনলাইনে তাঁকে সমর্থক করে দানশীল ব্যক্তিরা প্রায় ২০ হাজার পাউন্ডের বেশি দান করেছেন।
আরএফসির জন্যে এক হাজার পাউন্ড সংগ্রহের লক্ষ্য নিয়ে রোজা রেখে গত ২৬শে এপ্রিল থেকে নিজের বাসার পাশের গার্ডেনের চতুর্দিকে প্রতিদিন ১শ কদম হাঁটার কর্মসূচী নিয়েছেন ১ শ বছর বয়সী দবিরুল ইসলাম চৌধুরী। তাঁকে সমর্থন করে দানশীল ব্যক্তিরা জাস্টগিভিংয়ের মাধ্যমে অর্থ দান করছেন।
বর্ষীয়ান কমিউনিটি ব্যক্তিত্ব দবিরুল ইসলাম চৌধুরীকে সমর্থন জানাতে দানশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন বেথনালগ্রীণ এন্ড বো আসনের এমপি রুশানারা আলী এবং টাওয়ার হ্যামলেটসের নির্বাহি মেয়র জন বিগস।
আরএফসিতে একটি ডোনেশনের মাধ্যমে এক সাথে ২৬টি এপিলে দান করা যাবে। যেমন, কেউ যদি ৫২ পাউন্ড দান করেন, তবে প্রতিটি এপিল পাবে ২ পাউন্ড করে।
দবির চৌধুরী বলেন, “আমি নিজে গাড়ি চালিয়ে অন্যান্য নেতাদের নিয়ে ৭১ সালে প্রবাসে মুক্তিযুদ্ধের ক্যাম্পেইনের জন্য এখানে ওখানে ছুটে বেড়িয়েছি। আজ করোনাভাইরাসের এই যুদ্ধে আবারো মাঠে আছি, পাশে চাই আপনাদের।”
চ্যানেল এস এর ফাউন্ডর মাহি ফেরদৌস জলিল বলেন, দবির চৌধুরীর উদ্যোগ বড় মনের পরিচয়। তার সাহস আমাদেরকে অনুপ্রানিত করে। আর তাকে সম্মান জানানো, উৎসাহ দেয়ার দায়িত্ব আমাদের সবার।
আরএফসি’র সমন্বয়ক এবং চ্যানেল এস এর হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান বলেন, আমরা সমাজের নানা পর্যায়ের সফল এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের আরএফসি এম্বেসেডর হিসেবে পেয়েছি, কিন্তু এক অনন্য দৃষ্টান্ত তৈরী করেছেন আমাদের প্রবীন মুরব্বি দবির চৌধুরী। আরএফসি-এর জন্য তার ফান্ডরেইজিং ক্যাম্পেইন বিশেষ সফলতা পাবে এটি আমাদের প্রবল আশা।
উল্লেখ্য, অবসরপ্রান্ত বৃটিশ ক্যাপ্টেন ৯৯ বছর বয়সে এনএইচএসের জন্য এভাবে ১শ বার হেঁটে ফান্ড রেইজ করেছেন।
দবিরুল ইসলাম চৌধুরীর ছেলে ব্যবসায়ি আতিক চৌধুরী তার বাবার পক্ষে জাস্টগিবিং ওয়েবসাইটে একটি একাউন্ট খুলেছেন। তিনি আশা করে বলেন, কমিউনিটির দানশীলরা তাতে দান করলে মূলত উপকৃত হবে আরএফসির ২৬টি আপিল।
নিচে জাস্টগিবিং পেজের লিংটি দেয়া হলো:
Advertisement